বরিশালের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর সহ ০৪ দফা দাবিতে মানববন্ধন।
মোঃ রাইহান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল।
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা ও বরিশাল বিভাগীয় উদ্যোগে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর সহ ০৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ ইউসুফ মোল্লা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বকারী দেওয়ান আব্দুর রশিদ নিলু; সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম আমিন সহ প্রমুখ।
সমাবেশে উপস্থিত বক্তাগণ চার দফা দাবি পেশ করেন। চার দফা দাবীসমূহ:
ক)সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর।
চাকুরী রাজস্বখাতে স্থানান্তর পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে।
অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরী থেকে ছাটাই বন্ধ করতে হবে।দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যতিরেখে সরকারি/বেসরকরিভাবে নিয়োগ বন্ধ করতে হবে।