বগুড়ায় খাতনা করতে গিয়ে শিশুর পুরুষ লিঙ্গের মাথায় গুরুতর আঘাত, শজিমেকে ভর্তি
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর থানাধীন কালশিমাটি এলাকায় খাতনা করতে গিয়ে এক শিশুর পুরুষ লিঙ্গের মাথা কেটে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত শিশু বগুড়া জেলা সদর থানাধীন কালশিমাটি গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ শাওন (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, খাতনা করার সময় অসাবধানতাবশত শিশুটির মাথায় গভীর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সকাল ১১টা ২৫ মিনিটে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।