ধর্মপাশায় ৭টি গরু লুট, পুলিশ উদ্ধার করেছে ৫টি
রবি মিয়া, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ )
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সাতটি গরু লুট হয়। ২৯ আগস্ট রোজ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ধর্মপাশা থানা পুলিশ পাঁচটি গরু উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের মোবারক হোসেন (২১), পিতা আইজল মিয়া ও জুঁই আক্তার (১৮), পিতা মোজাম্মেল আকন্দের প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষরা গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
ক্ষতিগ্রস্তরা জানান, এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে নগদ এক লাখ টাকা, একটি অটোরিকশা (মূল্য ২.৫ লাখ টাকা) ও সাতটি গাভী (মূল্য আনুমানিক ছয় লাখ টাকা) লুট করা হয়।
ধর্মপাশা থানা পুলিশ রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে চকিয়াচাপুর গ্রামের সিদ্দিকের বাড়ি থেকে ৩টি গরু এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশে একটি বাড়ি থেকে আরও ২টি গরু উদ্ধার করে।
ঘটনায় অভিযুক্তরা হলেন—মোসাদ্দেক, মোয়াজ্জেল, রিকো মিয়া, শাফায়াত, নুর আলম, কামরুল, মুশফিকুর, জাহাঙ্গীর, নূর কোবির, রুমান, হিমন, হুমায়ুন, নুরজাফর, মনজুরুল হক, সাজন মিয়া, ময়না মিয়া ও হাসিম মিয়া।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আমরা রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করেছি। লুট হওয়া বাকি গরু ও অন্যান্য মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।