দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বর টোল প্লাজা রুট সংলগ্ন সার্ভিস লেন একজনের মৃ,ত্যু।
সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার
অদ্য ৩০/৮/২০২৫ সকাল ৫. ৩০ মিনিট দক্ষিন কেরানীগঞ্জ ধলেশ্বর টোল প্লাজা বেরিবাধ রোড সার্ভিস লেনে অজ্ঞাত নামা গাড়ি চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা(৫৫) পুরুষ নিহত হয়। স্থানীয়ভাবে জানা যায় নিহত ব্যক্তিটি দীর্ঘদিন যাবত এলাকা উলঙ্গ হয়ে ঘুরতো। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আক্তার হোসেনের বক্তব্য নিলে তিনি বলেন এসআই ইউসুফ আলী নিহত ব্যক্তিকে সুরতহাল রিপোটের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠান। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা মামলা হয়েছে।