এস এম আলমগীর হোসাইন
শিবচর মাদারীপুর
শিবচর উপজেলার পাচার গোলচক্কর থেকে পূর্বের দিকে পরপর ছয়টি বাসের সংঘর্ষে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছে। বাস গুলির মধ্যে ছিল গোল্ডেন লাইন তার পেছনে ছিল করিম গ্রুপের টুঙ্গিপাড়া এক্সপ্রেস দুইটি গাড়ি নড়াইল এক্সপ্রেস এবং সর্বশেষ ছিল সাকুরা পরিবহনের। সকাল সাড়ে আটটায় এই অ্যাক্সিডেন্টগুলি ঘটেছে। সবকটি গাড়ি ঢাকা মুখি ছিল। এখন পর্যন্ত জানা খবরে প্রায় 11 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যেকটি গাড়ির যাত্রীদের কাছ থেকে শোনা খবরে বোঝা যাচ্ছে যে গাড়িগুলি বৃষ্টির মধ্যে ওভার স্পিডে চলছিল। যার কারণে ব্রেক বা গতি কন্ট্রোল করতে না পারার কারণে গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে। রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং হাই এক্সপ্রেস এখন বন্ধ আছেন দুই পাশে এক পাশ। পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটি পুরোপুরি চালু হতে আরো ঘন্টা দুই সময় লাগবে।