আপ বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা সম্পন্ন।
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।
গতকাল ২৯ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার শিমুলিয়া ঘাট হিলশা প্রজেক্ট রেস্টুরেন্টে আপ (ইউনাইটেড পিপল) বাংলাদেশে মুন্সিগঞ্জ জেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব, মোঃ ইদ্রিস হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আহবায়ক জনাব মোঃ রুবেল ইসলাম খান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক জনাব আবরার হামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক জনাব মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব মোঃ জাহিদুর রহমান। এছাড়া উক্ত সভায় মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে, অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব, আপ (ইউনাইটেড পিপল) বাংলাদেশ সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন, পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্ব ও বৈষম্যহীন, ফ্যাসিবাদ মুক্ত, ভারতের আধিপত্যবাদ মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে উক্ত অনুষ্ঠান শেষ হয়।