1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘ ৩ বছর ৮ মাস আইনী লড়াইয়ে ফিরে পেলো চেয়ারম্যানী আ ন ম শহীদউদ্দিন ছোটন বগুড়া শেরপুরে কয়েলের আগুনে গোয়াল ঘরে অগ্নিকাণ্ড: ৮ গরু ও ৪ ছাগল পুড়ে ছাই কাহালুতে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ফাঁ,স করে ব্ল্যাকমেল, অভিযুক্ত গ্রে,ফতা,র সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে ডা,কা,তি: পিতা-পুত্র আহত, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট সাগরে নি,খোঁ,জ আবারো দুই কিশোর, পাওয়া যায়নি সন্ধান শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি: পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত…. বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ড জামাতের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ। ধর্মপাশায় প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে লুটপাট ও ভাঙচুর হোমনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। বান্দরবানে বহিরাগত ভূমিদস্যু আগ্রাসীদের সর্ব রাজ্য পরিণত হয়েছে

হোমনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

হোমনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

দিপক চন্দ্র দেব
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়াল নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।

এর আগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, উপজেলা প্রশাসনের দক্ষিণ পাশে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সংযুক্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণ ব্যবহার করে আসছে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়বেন।

আন্দোলন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা শিক্ষার্থীদের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের নিয়ে আলোচনায় বসেন।

আলোচনায় তিনি বলেন,“উপজেলা পরিষদ নিরাপত্তার স্বার্থে সীমানায় দেওয়াল নির্মাণ করা প্রয়োজন। তবে শিক্ষার্থীদের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা রাখা হবে। স্থানীয় যারা বাড়িঘরের জায়গা ব্যবহার করছেন, তারাও যদি কিছুটা ছাড় দেন তাহলে উপজেলা প্রশাসনও ছাড় দেওয়ার চেষ্টা করবে।”

এসময় এলাকাবাসী দাবি করেন, এটি একটি জনবহুল রাস্তা। হঠাৎ বন্ধ করে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে। তারা চান, পূর্বের মতোই রাস্তাটি খোলা রাখা হোক।

শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত না করে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এর মধ্যে দেওয়াল নির্মাণ বন্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তাদের দাবি—নিরাপত্তার স্বার্থে দেওয়াল নির্মাণ করতে হলে অবশ্যই রাস্তা পূর্বের অবস্থায় রাখতে হবে।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রনেতা নাঈম সরকার শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং রবিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও শিক্ষার্থীরা রাস্তাটি খোলা রাখার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট