পাঁচজন ডা*কা*ত গ্রে*ফ*তা*র করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
মোঃ রাকিব, ঠাকুরগাঁও প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকা-তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ।
গত ২১ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের আখানগরে অবস্থিত একটি সিলিকা ফ্যাক্টরিতে ঢুকে তিনজন নৈশপ্রহরীকে বেঁ-ধে ফেলে ডাকা-তদল। এ সময় তারা তিনটি ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় এবং পরে তা বিক্রি করে দেয়।
ঘটনার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডা-কাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪০), পিতা মৃত খাজিম উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, থানা-বিরল, জেলা-দিনাজপুর।
২. মোঃ ইউনুস (৩৮), পিতা হাবিবুর রহমান, সাং-পূর্ব সুকানপুকুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৩. মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা নুর ইসলাম, সাং-পূর্ব সুকানপুর, থানা-ভৃল্লী, জেলা-ঠাকুরগাঁও।
৪. অতুল চন্দ্র রায় (৩৮), পিতা মৃত হরেন্দ্রনাথ, সাং-মাড়েয়া সর্দারপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
৫.রফিকুল ইসলাম, পিতা রুস্তম আলী গ্রেফতার হয়েছে।