দীর্ঘ ৩ বছর ৮ মাস আইনী লড়াইয়ে ফিরে পেলো চেয়ারম্যানী আ ন ম শহীদউদ্দিন ছোটন
প্রতিনিধিঃ মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া, কক্সবাজার।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জালিয়াতি করে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরনের বিরুদ্ধে দীর্ঘ ৩ বছর ৮ মাস আইনী লড়াই, ১০৯ মিছিল ট্রাইব্যুনালে হাজিরা তন্মধ্যে জালিয়াত চক্রের ২৯ বার সময়ের আবেদন।
পর পর ২ বার মহামান্য আপীল বিভাগে মামলা দায়ের করে হয়রানি, সর্বশেষ ২ বার গাণিব্যাগ পরিদর্শন করে (১৪ আগস্ট ২০২৫) জালিয়াতকারীর "নৌকা" প্রতীকের নির্বাচিত হওয়া বাতিলক্রমে "ঘোড়া" মার্কার তথা বড়ঘোপবাসীর বিজয় ঘোষিত হওয়ার পর কোন স্থগিতাদেশ ছাড়া আপীলের নামে আবার তালবাহানার পর (২৮শে আগষ্ট ২০২৫) "ঘোড়া" প্রতীকের প্রার্থী আ ন ম শহীদউদ্দিন ছোটন এর নামে গেজেট প্রকাশিত হয়েছে।
আ ন ম শহীদউদ্দিন ছোটন বলেন এ বিজয় আমার এলাকাবাসীর, এ বিজয় আমার শুভাকাঙ্ক্ষীদের, এ বিজয় বড়ঘোপ ইউনিয়নের ২০ হাজার ভোটার তথা ৩৫ হাজার জনগণের, সর্বোপরি এ বিজয় দ্বীপের সচেতন নাগরিক তথা শুভাকাঙ্ক্ষীদের।
তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিজয় অর্জনে সারথিদের ঋণশোধ করার ক্ষমতা আমার নেই এবং মহান রাব্বুল আলামীনের দরবারে সকলের প্রতি মঙ্গল কামনায় একমাত্র কামনা করেন।
"আগামীর পথ চলায় সকলে সাথী হিসাবে থাকবেন যাতে বড়ঘোপ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারি সেটাই একমাত্র তার একমাত্র লক্ষ্য।"