তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার মসজিদ উন্নয়নে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ
(ইউসুফ আলী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি,
বগুড়ায়,ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, মাজার মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।
এসময় মীর শাহে আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা এবং মহাস্থান হাট মসজিদ নতুন করে নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এমন ঘোষণায় জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি মুসল্লীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।