1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

হোসেন হাওলাদার
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চৌসার ও জুনিসার গ্রামের সংযোগস্থলে বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন নদীভাঙন এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীর তীরে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে রয়েছে। গত কয়েক বছরে বহু পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শত শত একর আবাদি জমি, অসংখ্য ফলজ ও বনজ গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে যাওয়ায় ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবছরই আমরা ঘরবাড়ি হারাই, কিন্তু এখনো স্থায়ী বেড়িবাঁধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু আশ্বাস দিয়ে সমস্যা সমাধান হয় না। আমাদের দাবি—চৌসার ভাঙনকবলিত এলাকায় অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।”

তারা আরও বলেন, চৌসার গ্রামের পূর্ব ও পশ্চিম প্রান্তে ইতোমধ্যেই স্থায়ী বাঁধ থাকলেও মূল ভাঙনকবলিত স্থানে কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে চৌসারসহ আশপাশের কয়েকটি গ্রামও ঝুঁকির মুখে রয়েছে।

শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে মানববন্ধনটি এক ভিন্ন আবহ সৃষ্টি করে। বক্তারা জানান, ভাঙনের কারণে গ্রামের অনেক শিশু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার অনেক পরিবার নতুন করে বসত গড়তে না পেরে দারিদ্র্যের শিকার হচ্ছে।

অংশগ্রহণকারীরা সরকারের পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হলে শুধু চৌসার নয়, আশপাশের গ্রামগুলোও ভাঙন থেকে রক্ষা পাবে এবং হাজারো মানুষের জীবন-জীবিকা নিরাপদ হবে।

এলাকাবাসীর এই শান্তিপূর্ণ কর্মসূচি নতুন করে সচেতনতার সৃষ্টি করেছে। গ্রামবাসী আশা করছে, এবার আর শুধু আশ্বাস নয়, বরং কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট