চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আ,ট,ক
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র (এলজি) সহ মো. আজিম (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আজিম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
তিনি জানান, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আরেফীন সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার দিবাকালীন মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের জনৈক জয়নাল আবেদীনের বাড়ী হতে একটি দেশীয় এলজি বন্দুক সহ মো. আজিম নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত বন্দুক ও রামদা সহ ধৃত আসামীকে থানা হেফাজতে আনা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা (নং-৪২/২৮.০৮.২০২৫ খ্রি.) দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলাটির তদন্তের দায়িত্ব থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ছানা উল্লাহকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ছানা উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা থেকে অস্ত্র সহ আজিম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।