চকরিয়া উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশন সরকারি ব্যবস্থাপনায় যাকাত ও হজ্বব্রত পালনে উদ্ভুদ্ধকরণ.....
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন(এম এ)
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।
চকরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি যাকাত তহবিলে যাকাতের অর্থ সংগ্রহ ও সরকারি ব্যবস্থাপনায় হজ্বব্রত পালনে উদ্ভুদ্ধকরণ এবং মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আমির হোসেন, সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডঃ মোহাম্মদ আবু তালহা, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ ফজল করিম, ফিল্ড অফিসার,ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইফা কক্সবাজার জেলার মাস্টারট্রেইনার মাওলানা আমান উল্যাহ। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকার রেজিষ্ট্রশন বিষয়ে উদ্ভুদ্ধকরণ সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ খাইরুল আলম। উক্ত আলোচনা সভা ও দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় দেড়শতাধিক আলেম ওলামা, শিক্ষক ও লাইব্রেরিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন।