1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

চকরিয়ায় জনতা শপিং সেন্টার বয়কটের ডাক উপজেলা বিএনপি সভাপতির

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

চকরিয়ায় জনতা শপিং সেন্টার বয়কটের ডাক উপজেলা বিএনপি সভাপতির

 

মোঃ আবদুল্লাহ আল-মামুন

কক্সবাজারের চকরিয়ায় জনতা শপিং সেন্টার বয়কটের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় চকরিয়া পৌরসভার পুরাতন বাসস্টেশন এলাকার পশ্চিম পাশে অবস্থিত জনতা শপিং সেন্টার চত্বরে নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

সভাপতি এনামুল হক জানান, সকালে শপিং সেন্টারের মালিকপক্ষ মো. চরোয়ার এক বার্তাবাহকের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ওই স্থানে না দাঁড়ানোর নির্দেশ দেন। বিষয়টি আমলে নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে নেতাকর্মীদের জনতা শপিং সেন্টার চত্বর ত্যাগের আহ্বান জানান এবং ভবিষ্যতে শপিং সেন্টারটি বয়কট করার ঘোষণা দেন।

তিনি বলেন, “বিএনপি পরিবার ও নেতাকর্মীরা যদি কোনো জায়গায় অবহেলা বা অপমানের শিকার হন, তবে সেখানে অবস্থান করা শোভনীয় নয়। তাই জনতা শপিং সেন্টার বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নবনির্বাচিত উপজেলা বিএনপি সভাপতি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতাকর্মীরা সবসময় গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট