কাহালুতে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ফাঁ,স করে ব্ল্যাকমেল, অভিযুক্ত গ্রে,ফতা,র
রাসেল হোসাইন( কাহালু) বগুড়া প্রতিনিধি:
বগুড়া কাহালু থানার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ও ভিডিও অবৈধভাবে সংরক্ষণ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০টার দিকে এ নিন্দনীয় ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির হলেন, কাহালু উপজেলা কালাই ইউনিয়নে পিলকুঞ্জ গ্রামের মোঃ বেলাল হোসেন এর পুত্র মোঃ মামুন হোসেন (৩৮) । অভিযোগ রয়েছে, মামুন হোসেন প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও গোপনে সংগ্রহ করেন এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। ভুক্তভোগী নারী বিষয়টি কাহালু থানায় অভিযোগ আকারে দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় মামলা নম্বর-১২, তারিখ ২৮-০৮-২০২৫ খ্রিঃ দায়ের করা হয় এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৩)/৮(২)/৮(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র বলেন, মামুন হোসেনকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।