1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

আগামীকাল মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আগামীকাল মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল


‎এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর : (২৯/০৮/২০২৫) :
‎দীর্ঘ সময় পর আনুষ্ঠানিকভাবে মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে এখন নেতা-কর্মীদের মধ্যে চলছে সাজ সাজ রব। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। কাউন্সিলস্থলে হাজার হাজার নেতা-কর্মীর আগমন ঘটবে বলে জানালেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সকাল ১০ টার সময় মেহেরপুর সরকারী কলেজ মাঠে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত থাকবেন খুলনা বিভাগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ কেন্দ্রীয় বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
‎জেলা বিএনপির আহ্বায়ক, দেশের প্রায় জেলার কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিথ থাকনে। তবে তাঁর ব্যাস্ততার কারণে আগামীকালের কাউন্সিলে তিনি উপস্থিত থাকতে পারছেন না।
‎জাভেদ মাসুদ মিল্টন আরো বলেন, দীর্ঘ সময় পর জাকজমকপূর্ণ পরিবেশে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের কারণে এভাবে কাউন্সিল করা সম্ভব হয়নি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে ছিলেন নেতা-কর্মীরা। ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছিলেন প্রতিটি জেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপেজলা পর্যায়ে ভোটের মাধ্যমে নেতা-কর্মী নির্বাচনের। সেই ব্যাপারে মেহেরপুর জেলা বিএনপি সফল। আগামীকাল শনিবার জেলা পর্যায়ে নেতা নির্বাচন হবে।
‎তিনি আরো বলেন, আগামীকালেনর সম্মেললনে ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিত থাকার কথা থাকলেও হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামবে।
‎আর দলের কোন্দলের বিষয়ে বলেন, দলে কোন বিভাজন নেয়। তবে নেতা-কর্মী নির্বাচনের প্রতিযোগীতা রয়েছে। আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে অটল। আর কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন্রে বাংলাদেশ বিনির্মাণে নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন।

‎ভক্সপপ ঃ জাভেদ মাসুদ মিল্টন, আহ্বায়ক, জেলা বিএনপি, মেহেরপুর।
‎ভক্সপপ ঃ অ্যাড. কামরুল হাসান, সদস্য সচিব, জেলা বিএনপি, মেহেরপুর।
‎ভক্সপপ ঃ ফয়েজ আহম্মেদ, সভাপতি, সদর উপজেলা বিএনপি, মেহেরপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট