1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :

সাংবাদিক তুহিন হ,ত্যা,কাণ্ডের ১৫ দিনে চার্জশিট:জিএমপি কমিশনার

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিন হ,ত্যা,কাণ্ডের ১৫ দিনে চার্জশিট:জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি : মোঃ সজিব

গত ৭ আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু কমিশনারের নির্দেশে মাত্র তিন দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৯ আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস চার্জশিট আদালতে জমা দেন।

গতকাল সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকা- সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং ১৫ দিনের মধ্যেই মামলার চার্জশিট প্রদান করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামি, কোপা মিজান’কে প্রধান আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গ্রেপ্তারকৃত জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে ও কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।

উপপুলিশ কমিশনার আরও বলেন, তুহিন হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ কমিশনার আরো বলেন, ‘সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। আমাদের ব্যর্থতা ও জনবল স্বল্পতা রয়েছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, এজন্য জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। সুরক্ষার দায়িত্ব আমাদের ছিল, কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়নি। বিশ্বের কোনো দেশই অপরাধ শূন্যতে নামিয়ে আনতে পারেনি। শত চেষ্টা সত্ত্বেও অপরাধ ঘটতে পারে।’

তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট