শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁওয়ে শেখ মুশতাক আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত।
মোঃ মিজানুর রহমান শান্তিগঞ্জ প্রতিনিধি।
শান্তিগঞ্জ উপজেলাধীন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ – ৩ আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট ২০২৫,বৃহস্পতিবার খেলাফত মজলিস পশ্চিম বীরগাঁও ইউনিয়ন সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সহ সংগঠনিক সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের অফিস সম্পাদক মাওলানা আলী খান , শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল ঈমান প্রমূখ।