মানব-কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন পাটগ্রাম লালমনিরহাট এর উদ্যোগে, ফ্রী ব্লাড ক্যাম্পিং বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ ফেরদৌস আলম
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট
পাটগ্রামে মানব-কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ধবলসতি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫ইং) সকাল (১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) ফ্রী ব্লাড ক্যাম্পিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধন করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ, অর্থ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বিন্দু। ও সংগঠনের প্রতিষ্ঠাতা,উপদেষ্টা, সভাপতি,সাধারণ সম্পাদক
মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জানিয়েছেন, আমদের সংগঠন আজকে প্রায় ৪০০ স্কুলের ছাত্র-ছাত্রীদের ফ্রী তে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
সংগঠনটির মূল লক্ষ্য হলো অসহায়-দরিদ্র মানুষদের আর্থিক ও আত্মিক সহযোগিতা করা। রক্তদান, ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করা। আমাদের প্রত্যেক পরিবারের অন্তত একজন স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে উঠতে হবে, তাহলেই সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে এবং উন্নত সমাজ গঠন সম্ভব হবে।”এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে রক্তদান, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সদস্যদের নিয়ে।
মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন আগামীতে সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে কাজ করে যাবে বলে জানানো হয়।