মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হা,ম,লা
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বাংলা চ্যানেল -ডিবিসি এর জেলা প্রতিনিধি সাজু হামলার শিকার হন। আহত সাজুকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
২৭শে আগস্ট বুধবার মহাদেবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গেলে কয়েকজন দলিল লেখক সাজুকে তুলে নিয়ে গিয়ে ঘরে আটক রেখে মারপিট করে এবং ক্যামেরা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।
একে সাজু জানান, মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম, দূর্নীতি হচ্ছে এমন অভিযোগে সাব-রেজিষ্ট্রি অফিসে যান তিনি। এমন সময় হঠাৎ করে জমি রেজিষ্ট্রি নিয়ে দলিল দাতা ও গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই মারামারির চিত্র ধারণ করতে গেলে প্রথমে একজন দলিল লেখক তাতে বাধা দেয়। পরবর্তীতে আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে তারা সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আটক রেখে ১৫ থেকে ২০ জন বেদম মারপিট করে এবং ক্যামেরা, মোবাইল ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র ( আইডি কার্ড) ছিনিয়ে নেয়।
প্রায় আধাঘন্টা পর ঘটনার খরব পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো বলেন এ হামলা আমার একার উপর নয় গোটা সাংবাদিক জাতির উপর হামলা।এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক সুজন এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন বলেন স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা রেজিষ্ট্রি অফিসের দালালি ও অনিয়ম দূর্নীতি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে বা অভিযোগ দিতে সাহস পায় না।
এদিকে একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে ছুটে যান। সাজুর উপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো: শাহীন রেজা বলেন, সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।