1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলগাজীতে বীজ নির্মাণের কাজে ধীরগতি, যানচলাচলে চরম ভোগান্তি, জনমনে ক্ষোভ মানব-কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন পাটগ্রাম লালমনিরহাট এর উদ্যোগে, ফ্রী ব্লাড ক্যাম্পিং বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁওয়ে শেখ মুশতাক আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। দীর্ঘ ১৫ বছর পর হাইকোর্টের রায়ে যোগদান করছেন উত্তরা ডিগ্রী কলেজের এক শিক্ষক ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান মোঃ ফেরদৌস আলম পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট পাটগ্রাম উপজেলা জোংড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জয়পুরহাট কালাই বিএমপি সমাবেশ আলোচনা করেন কলেজ হোস্টেলের গার্ড দেখেন অনার্সের খাতা ! গোদাগাড়ীতে কৃষি সচিবের সফরকে ঘিরে কৃষকদের মধ্যে উৎসাহ

ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার :ইমন রহমান

সেবার সাথে প্রেমের মিলন, কর্মে সুখের হাসি,
বিদায়ের পরও স্মৃতি বাঁচে, হৃদয় করে উদাসী,ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক  হিসেবে দায়িত্ব পালন করে বরিশালের গৌরনদী উপজেলায় বদলি হয়েছেন মো. মেহেদী হাসান, তার বিদায়ে সাধারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে পরছেন, তাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া-একদিকে কৃতজ্ঞতা, অন্যদিকে গভীর শূন্যতা। তার  বদলির আদেশ প্রত্যাহার করতে মানববন্ধন, জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কার্যালয় স্মারক লিপি  দিয়েছেন এলাকাবাসী।

৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ২৪ আগস্ট  বোরহানউদ্দিন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই ভূমি সেবায় নতুন গতি আসে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতে শৃঙ্খলা, সেবার মান বৃদ্ধি ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলেন তিনি, ভূমি অফিসগুলোতে ঘুষ বানিজ্য ও অনিয়ম দুর্নীতি বন্ধ করে দেন। এর পাশাপাশি তিনি পৌর প্রসাশক হিসেবেও অতিরিক্ত  দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সরেজমিন গেলে ভূমি অফিস সূত্রে জানা যায়
দায়িত্বগ্রহণের শুরুতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ দখল প্রতিরোধ,অবৈধ টোল আদায় বন্ধ, ভোলার মূল ভূখন্ড রক্ষায় বালু উত্তোলন বন্ধে  কঠোর ভাবে কাজ করেছেন তিনি।

এছাড়াও ভূমি সেবায়  দালাল ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, অনেকগুলো দায়িত্বে থাকা সত্ত্বেও ভূমি সেবা নিতে আসা সহজ সরল মানুষগুলোর সাথে শুনানি করা, ভূমির গুরুত্ব, সেবার ফি কত ও তা অনলাইনে পরিশোধর উপায় পদক্ষেপ  নেয়া সহ সাপ্তাহিক বৃহস্পতিবার : জনগনের কাছে এসিল্যান্ডের জবাব ও ধরিত্রী রক্ষা কর্নার নামক উদ্যোগ গ্রহণ করেছেন।

উপজেলায় ভূমি সমস্যা প্রবল হওয়ায় সকল কাগজ সংরক্ষণের গুরুত্ব , সেবা প্রার্থী শুধু দলিল নয় খতিয়ান ও দাখিলা ও হাল করে সকল কাগজ সংরক্ষণ করছেন যা নিশ্চিতভাবেই ভবিষ্যৎে জমি নিয়ে বিরোধ বা মামলার ঝুঁকি হ্রাস করবে।
ভূমি সক্রান্ত জনগনের যে আমানত এসিল্যান্ডের  কাছে ছিল তা কখনও কোন তদবির বা সুপারিশে ক্ষুন্ন না করা।

পৌর প্রশাসক হিসেবে দায়িত্বপালনকালে চাল ও কম্বলসহ সকল সরকারি সেবা বিতরণে সচ্ছতা, যাত্রীবাহী গাড়ি থেকে টোল আদায় বন্ধ, ভিক্ষুক পুনর্বাসন, সকল সনদ অনলাইনকরন, বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন বসানো ও বর্জ্য সংগ্রহ করে নদী ও খাল দূষন রোধ, পর্যাপ্ত ওয়াশজোন নির্মাণ ও ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, বিনোদন কেন্দ্র, প্রবীণদের জন্য ওয়াকওয়ে নির্মাণ, যুবকদের জন্য ব্যাডমিন্টন কোর্ট ও জিমনেসিয়াম স্থাপন, সরকারি আব্দুল জব্বার কলেজে শহিদ মনির স্থাপন, সড়ক বাতি স্থাপন, চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা বসানো ও শহরের রাস্তা সংস্করণের উদ্যোগ বাস্তবায়নাধীন এবং ডাম্পিং স্টেশন বসানো, জলাবদ্ধতা দূর করনে সকল ড্রেন নির্মাণ, খাল খনন, কাঁচা বাজার ও মাছ বাজার স্থানান্তর ও নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণে প্রকল্পে চিঠি প্রেরণ।

কিছুদিন গঙ্গাপুর ও দেউলা ইউনিয়নের দায়িত্ব পালনকালে চাল বিতরণসহ সকল সরকারি সেবায় কাউকে অন্যায়ভাবে হস্তক্ষেপ না করতে পারে সে খেয়াল রেখেছেন তিনি, সকল সনদ অনলাইনকরন, জয়া বাজারে ওয়াশজোন আধুনিকরণ ও মজম বাজারে টোলঘর সংস্করণ সহ অনন্য কাজ সচ্ছতার সহিত করার চেষ্টাও করেন বলে জানায় যায়।

এদিকে স্থানীয়রা জানান
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আওতাভুক্ত অপরাধে ছাড় না দিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর ছিলেন মেহেদী হাসান

ভূমি অফিস ও পৌরসভায় জনবান্ধব কি ধরনের সেবা রয়েছে তিনি এসে এখানে যোগদান না করলে আমরা জানতামই না।  বোরহানউদ্দিন উপজেলায় তাকে বহাল রাখাও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয় স্মারকলিপি দিয়েছি।
দাপ্তরিক কাজ ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ভূমিহীনদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন মেহেদী হাসান।
তারা আরো জানাম সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখতে উপজেলার শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

এবিষয় এসিল্যান্ড(সহকারী কমিশনার ভূমি)
ও পৌরসভার প্রশাসক। মোঃ মেহেদী হাসান কালের কণ্ঠকে জানান
বোরহানউদ্দিন উপজেলা থেকে আমার বদলির মাধ্যমে আমার সকল দায়িত্ব শেষ হচ্ছে। অত্র উপজেলায় সহকারী (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ১ বছর ১ মাস দায়িত্বে পালন করেছি।পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো কারো সাথে কঠোর আচরণ করে থাকলে, তা ছিল সম্পূর্ণ দায়িত্ব ও আইনগত প্রয়োজনে – তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সীমাবদ্ধতা ছিল, কিন্তু দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।
তিনি আরো বলেন আমার এই দায়িত্বপালনের পথে সকল সহকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি—যা আমার কাছে অমূল্য।বোরহানউদ্দিনের স্মৃতি আমার জীবনের একটি অনন্য অধ্যায় হয়ে থাকবে। আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আগামীতেও সততা, নিষ্ঠা ও সাহসের সাথে দেশের মানুষের সেবা করতে পারি।সেবার মাধ্যমে হৃদয় জয় করা যায়, ক্ষমতার মাধ্যমে নয়।সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট