বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কারিগরি মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় সচিব মোঃ রফিকুল ইসলাম মহোদয় আগমণ করেছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে গিয়ে প্রদক্ষিণ করবেন। সচিব মহোদয় ১০.৩০ ঘটিকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় উপস্থিত হলে বাকেরগঞ্জ উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক মোঃ নাসির জোমাদ্দার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরবর্তীতে ১১.০০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাকেরগঞ্জ উপজেলাধীন মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন (চলমান)। জানা গেছে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নিবেন সচিব মহোদয়। সচিব মহোদয় বরিশাল জেলায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে মতবিনিময় করার পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভায় অংশগ্রহণ করবেন এবং সভাশেষে বিকাল ৫.০০ ঘটিকার দিকে বাকেরগঞ্জ হতে বরিশাল সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন মর্মে জানা গেছে।