বগুড়া সোনাতলায় উচ্চ বিদ্যালয়ে এসেম্বলি শেষে চার শিক্ষার্থীর ‘জয় বাংলা’ স্লোগান, লিখিত ক্ষমা প্রার্থনা
মোঃ মহিদুল ইসলাম (সোনাতলা) বগুড়া প্রতিনিধি:
অদ্য ২৮ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন কর্পূর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের দৈনিক এসেম্বলি শেষে হঠাৎ চারজন দশম শ্রেণীর শিক্ষার্থী আবেগের বশবর্তী হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্লোগান প্রদানকারী শিক্ষার্থীরা হলেন –১। মোঃ ইসমাইল হোসেন নিরব, পিতা- মোঃ ইব্রাহিম আলী, পেশা- ব্যবসা, সাং- কোয়ালী কান্দি।
২। মোঃ সিফাত, পিতা- মোঃ মশিউর রহমান (সেলিম), পেশা- বর্তমান ইউপি সদস্য (আওয়ামী লীগ পন্থি), সাং- পাঠান পাড়া। ৩। মোঃ রাশেদ মিয়া, পিতা- মোঃ মইদুল ইসলাম, পেশা- কৃষি, সাং- ধর্মকুল।
৪। মোঃ সৈকত, পিতা- মোঃ আফতাব, পেশা- কৃষি, সাং- ধর্মকুল। ঘটনার পরপরই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোছাঃ তহছিনা সুলতানা রিক্তা উক্ত চার শিক্ষার্থীর অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠান এবং স্লোগান দেওয়ার বিষয়টি তাদের অবগত করেন। পরে সংবাদ পেয়ে সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব শেখ নজমুল হক বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীরা তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে।