বগুড়ায় সাত লক্ষ টাকার জাল নোটসহ গ্রে,প্তা,র ১
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ লক্ষ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কের মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানে পুলিশ একটি স্কুল ব্যাগ ভর্তি ১,৪০০ (এক হাজার চারশত) জাল নোট উদ্ধার করে। প্রতিটি নোটের মূল্যমান ৫০০ টাকা হওয়ায় মোট ৭,০০,০০০ (সাত লক্ষ) টাকা সমপরিমাণ জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ রিয়াজুল ইসলাম (৩৯), পিতা মৃত ইসমাইল হোসেন, মাতা মোছাঃ জরিনা বেগম, সাং-সুখদেব পশ্চিমপাড়া থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম-কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।