ফুলগাজীতে বীজ নির্মাণের কাজে ধীরগতি, যানচলাচলে চরম ভোগান্তি, জনমনে ক্ষোভ
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর ফুলগাজী উপজেলার, ফেনী পরশুরাম সড়ক হতে ফুলগাজী বাজার উত্তর পাশে থেকে বক্সমাহমুদ যাতায়াতের একমাত্র যোগাযোগ সড়কে বৈরাগপুর স্হানে একটি বীজের নির্মাণ কাজ চলমান রয়েছে।
অভিযোগ উঠেছে দীর্ঘদিন যাবত বীজটির কাজ চলছে, কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তবে স্হানীয়রা অভিযোগ করেন বীজটির কাজ শেষ পর্যায়ে হলেও বীজের একপাশে যে কাছা রাস্তা রয়েছে এখানে একটা বড় গর্ত হয়েছে, যানচলাচলে অনুপোযোগী হয়ে গেছে।
প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে ঐ রাস্তায়, ফলে বীজের একপাশে ভেঙ্গে গর্ত হয়েছে, যান চলাচলে চরম ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন কিছুদিন আগে একটি কাভার্ড ভ্যান পড়ে গিয়েছিল, যান চলাচল ও মানুষের চলাচল চরম ভোগান্তি হয়েছিল। একটু বৃষ্টি হলে যানবাহন চলাচলে আরো ভয়াবহ হবে।
সিএনজি ড্রাইভার শফিক বলেন প্রতিদিন এই রাস্তায় শতশত যান চলাচল করে, কিন্তু কর্তৃপক্ষ ব্রিজের পাশে যে গর্ত রয়েছে, তা দ্রুত মেরামত করে দিলে ভালো হয়।
টমটম চালক রফিক বলেন আমরা খুব ঝুঁকি নিয়া গাড়ি চালাই, ব্রিজের পাশে একটি বড় গর্ত হয়েছে, যাত্রী নিয়ে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়।
স্থানীয়রা বলেন দ্রুত ব্রীজের পাশে গর্ত ভরাট না করলে, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই যত দ্রুত সম্ভব গর্তটি ভরাট করে দিলে, যানবাহন চলাচলে সুবিধা হবে ও জনগণের ভোগান্তি কমবে।