ধর্মপাশায় মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের আত্মপ্রকাশ
রবি মিয়া, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ২৭ আগস্ট ২০২৫, বুধবার এক ঝাঁক তরুণ আলেম ও মুসলিম জনতার সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন, মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ, আত্মপ্রকাশ করেছে,
সংগঠনটির স্লোগান, ইলহাক বিল কাফেলা,এসো কাফেলাবদ্ধ হই, মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দাওয়া, তালিম, তাজকিয়া ও তাগলিব-ই-দ্বীন (দ্বীন বিজয়)-এর কাজকে বেগবান করা,
প্রাথমিকভাবে তিন মাস মেয়াদী একটি শুরা কমিটি গঠন করা হয়েছে, কমিটির দায়িত্ব থাকবে দাওয়াতের কাজকে বিস্তৃত করা এবং আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা,
এই শুরা কমিটির আমির হিসেবে নিযুক্ত হয়েছেন মুফতী মোল্লা মাহমুদ হাসান।
অন্যান্য সদস্যবৃন্দ: মুফতী মুফিদ আহমদ, হাফেজ মুজাহিদ আহমদ,শরীফুল ইসলাম (শরীফ),আবুল কালাম মান্না,আবু বকর সিদ্দিক,মুহিবুর রহমান (সৌরভ),মুনসুর আহমদ (বাগী),এ কে এম আয়মান,
নিবির হাসান বাঁধন,জাহিদুল ইসলাম ইমন প্রমুখ।