ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অনলাইনে প্রতারনার মাধ্যেমে চাঁ,দা দাবীকারী ০৩ প্রতারক গ্রে, ফতা,র।
সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোর্টার
গত ইং ০৫/০৮/২০২৫ তারিখ ১১.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দডাকপাড়া এলাকায় সরকারী কাজে আসিলে তিনি জানিতে পারেন তাহার নিজের পুলিশের পোশাক পরিহিত ছবি হোয়াটস্অ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করিয়া অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশ সুপার, ঢাকা জেলা এর পরিচয় প্রদান করিয়া পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়ের নাম ও ছবি ইলেট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রতারনা করিয়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করিয়া বিভিন্ন লোকের নিকট চাঁদা দাবি করিয়া আসিতেছে। এইরুপ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ), ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক ঢাকা জেলার সাধারন ডায়রী নং-৪৬১, তারিখ-২৬/০৮/২০২৫ খ্রিঃ মূলে রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের সহায়তায় ইং-২৭/০৮/২০২৫ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার বাঘা থানাধীন আশরাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইমন আলী (২৩), পিতা- কাবিল সরদার, পিতা- কাবিল সরদার, সাং-আরাজি চাঁদপুর (আশরাফপুর), থানা-বাঘা, জেলা-রাজশাহী, ২। মোঃ নাহিদুল ইসলাম (২৭), পিতা- মোঃ নাজিম, সাং-আরাজি চাঁদপুর (আশরাফপুর), থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৩। মোঃ তানজির ওরফে তানজু (২৮), পিতা-হাশেম আলী, সাং-আরজি চাঁদপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীদের গ্রেফতার করেন। গ্রেফতারকালে ধৃত আসামীদের নিকট হতে প্রতারনার কাজে ব্যবহৃত ০৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন, ০৮টি বাটুন মোবাইল ফোন, সর্বমোট ১২ টি মোবাইল ফোন, ০৫টি ভিজিটিং কার্ড যাতে আনিস পুলিশ সুপার, ঢাকা জেলা লেখা উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-২৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- পেনাল কোড ১৭০/৩৮৫ ধারা তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২/২৭ রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।