চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মু. মাহফুজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ভিপি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পাটোয়ারী দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কাজী আবু তাহের মাছুম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইউছুফ আলী, অভিভাবক হারুন অর রশীদ মজুমদার, মোহাম্মদ শাহীন, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, গাজী ফরিদ আহমেদ প্রমুখ। পরে সমাবেশে আগত অতিথিবৃন্দের নেতৃত্বে এবং সচেতন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ বাস্তবায়ন করা হয়।