চিরিরবন্দর আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হেলাল সরকার আটক, আদালতে সপর্দ।
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর।
চিরিরবন্দর উপজেলার আওয়ামী লীগের সদস্য, অমরপুর ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক ও অমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হেলাল সরকার (৬১)কে আটক করা হয়।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে ২৭ আগস্ট বুধবার আনুমানিক দুপুর ১২ ঘড়িকায় উপজেলা টিএনটি মোড় এলাকা থেকে আটক করা হয় ,তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ২৪ সালে বিএনপি’র কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে দীর্ঘদিন পলাতক ছিলেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, আটকৃত আসামীর বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ ই নভেম্বর তারিখের মামলা থাকায় তাকে আটক করে পুলিশ, স্কটের মাধ্যমে আদালতে সপর্দ করা হয়।