২৭/০৮/২০২৫ তারিখে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মাসের পারফরমান্সের চট্টগ্রাম জেলার
শ্রেষ্ঠ ওসি হিসাবে স্বীকৃতি পেয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ অপরাধ দমন সভায় প্রশংসিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় জনাব সাইফুল ইসলাম শানতু বিপি এম(বার)পুলিশ সুপার মহোদয় নিজ হাতে পুরস্কার ও ক্রাস্ট তুলে দেন শ্রেষ্ঠ হওয়া ওসি
মোঃ সাইফুল ইসলাম কে।এছাড়া একই থানার এসআই মোঃ জামাল হোসেন নিরস্ত্র কে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ও রুবেল চন্দ্র সিংহ কে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে পুরস্কৃত করেন।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ
সাইফুল ইসলাম বলেন এই স্বীকৃতি পাওয়ায় তার হৃদয়কে একটি অন্যান্য সম্মান ও অনুপ্রেরণা করেছেন।ওসি সাইফুল ইসলাম বলেন সততাও দায়িত্বশীলতা ইতিবাচক পরিবর্তন আনতে পারে
বলে মনে করেন তিনি ওসি সাইসাইকুল ইসলাম আরো বলেন এই অর্জন তার একা নয় তার সহকর্মী অফিসাররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও স্থানীয় জনগণের সহযোগিতায়
সফলতা অর্জন করতে পেরেছেন বলে মনে করেন তিনি। সেই আরো বলেন স্থানীয় লোকের মঙ্গলের জন্য আরো বেশি কিছু আগ্রহী তবে বেশি বেশি সহযোগিতা কামনা করেন সেই যেন বাঁশখালী থানার জনগণকে একটি মডেলিং বাঁশখালী হিসাবে উপহার দিতে পারেন।
চট্টগ্রাম পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শানতু মহোদয় বিপিএম( বার) বলেন বাঁশখালী এলাকার জনগণ পুলিশ প্রশাসনকে মন প্রাণ
উজাড় করে দিয়ে সহযোগিতা করায় বাঁশখালী থানার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।