কক্সবাজার সদর উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত।
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং টীম প্রধান, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রধান জনাব সেলিনা সুলতানা নিশিতা।
সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবদুল মাবুদ।
উল্লেখ্য, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠিত হয় ২৮ আগস্ট ২০২৫ বিকাল ৩টায়, পাবলিক হল অডিটোরিয়ামে, কক্সবাজারে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ সদস্য সংগ্রহ ও নবায়নের গুরুত্ব সম্পর্কে অবগত হন।