এক যুবকের লাশ উ,দ্ধা,র
সাঈদী হাসান
পঞ্চগড় জেলা প্রতিনিধি::
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চন্দনবাড়ী ইউনিয়নের বরলামহাটের পশ্চিমে বানিয়া পাড়া গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে আজ আনুমানিক ০৭:৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি,
মৃত ব্যক্তির নাম মোঃ সুয়েল বয়স ৩২ বছর তার একটা মেয়ে রয়েছে ৫ বছরের তার স্ত্রী মোছাঃ ইতি বেগম আমাদের জানান তার স্বামী অত্যন্ত সৎ মানুষ ছিলেন এলাকাবাসী জানামৃত সুয়েল কারো সাথে খারাপ ব্যবহার করতো না অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন ।
আজ বৃহস্পতিবার বানিয়াপাড়া নিজ বাসভবনের পাশে একটা খাল থেকে সুয়েলের লাশ উদ্ধার করে সকাল দশটার দিকে মৃত সোহেলের লাশ তদন্তের জন্য পঞ্চগড়ে পাঠানো হয় মৃত সোহেলের লাশ বিষয়টি বোদা থানা ওসি আমাদের নিশ্চিত করে ।
আমরা জানতে পারি গত মঙ্গলবার পাড়া প্রতিবেশী জমির আইল নিয়ে এনামুল কবিরাজের সঙ্গে সুয়েলের মারামারির হয় এনামুলের ফ্যামিলি হাসপাতালে রয়েছে ।