রহমতপুর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক নেকবার আলী
মিজানুর রহমান : বাবুগঞ্জ প্রতিনিধি (বরিশাল)
বাবুগঞ্জের সদর ইউনিয়ন রহমতপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৫নং ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি
মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নেকবার আলী হাওলাদার নির্বাচিত হয়েছে। ২৬ আগষ্ট মাগরিব নামাজের পরে বকুল তলা আল কারিম কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের নাম ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র শাহার সঞ্চালনায় ও রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আ. করিম হাওলাদারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাষ্টার , হাসানুজ্জামান খোকন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামিম, প্রমুখ। এছাড়াও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী এতে যোগ দেন।