যশোরে বাংলা দেশ ক্রিকেট বোর্ড বিসিবির তত্ত্বাবধানে বয়স ভিত্তিক বাছাই পর্ব শুরু হয়েছে। বুধবার রাজগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে। ৪০ জন মেধাবী ক্রিকেটার বাছাই করা হয়।
ক্রিকেটাররা বাছাই, তালিকা ভুক্তি, বয়স ভিত্তিক ক্রিকেট গাইড লাইন জ্ঞাপন, ভবিষ্যত কর্ম পন্থা সম্পর্কে বিশদ ব্যাখা দেন।
যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবির কোচ আজিমুল হক প্রধান নির্বাচক হিসাবে এই বাছাই পর্ব সম্পন্ন করেন। এ সময় তার সাথে ছিলেন যশোরের সাবেক ক্রিকেটার শামীম এজাজ।
বিসিবি কোচ আজিমুল হক ও সাবেক ক্রিকেটাররা শামীম এজাজ বলেন যশোর জেলা জুড়ে এভাবেই মেধাবী শিশু কিশোর বাছাই ক্যাম্প চলবে। ক্রিকেটে তৃণমূলের মেধা খুঁজে বের করা এবং তাদের ক্রিকেটে প্রতিষ্ঠিত করার মিশন এটি।