ভালুকায় রাতের আঁধারে কৃষকের বন কেটে উজাড়। নষ্ট করলো সদ্য লাগানো আমন ধানের চারা
মোঃ মাহবুবুল আলম । মফস্বল সম্পাদক, দৈনিক প্রভাতী বাংলাদেশ।
ময়মনসিংহ জেলার, ভালুকা থানার মরচি গ্রামের নয় নং ওয়ার্ডে ,গত ২৬/০৮/২০২৫ ইং তারিখে রাত এগারটায়
একদল দুর্বৃত্ত মোঃ আবুল হোসেনের বাগানের গাছ কেটে উজাড় করে দেয়। সেইসাথে সদ্য লাগানো আমন ধানের চারা উপরে ফেলে । এ বিষয়ে ভুক্তভোগী আবুল হোসেন ভালুকা মডেল থানায় ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগপত্র ও এলাকাবাসীর তথ্য মতে, রাত ১১ টায় একদল দুর্বৃত্ত অস্ত্র শস্ত্র নিয়ে আবুল মিয়ার ২২ শতক জমিতে লাগানো বাগান কাঠের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। আবুল মিয়া ও তার পরিবার লোকজন বাধা প্রদান করলে তাদেরকে অস্ত্র নিয়ে তাড়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সাথে মামলা হামলার হুমকি দেয়। উপায় অন্ত না দেখে আবুল মিয়া ও তার পরিবারের সদস্যগণ নিরাপদ আশ্রয়ে লোকায়। সকালবেলায় বনে এসে তিনি দেখতে পান ,বাগানের সবগুলো গাছ কেটে নিয়ে গেছে এবং বাগানের পাশে লাগানো সদ্য রুপা আমন ধানের চারা উপরে ফেলে কৃষি ক্ষেতের ক্ষতিসাধন করে। যার মৌজা মরিচা, খতিয়ান এস,এ ১৪৬,বি আর,এস ৩৮৯ সাবেক ৩৫৮,৩৫৯ হালদাগ ১৭৯৯ কান্দা ২২শাতাংশ। মরিচা ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার গোলাম কিবরিয়া ঘঠনাস্থল পরিদর্শন করে । তিনি নিজেও এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের শাস্তি কামনা করেন।
বর্তমানে আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় দেশের বিভিন্ন স্থানে অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে। এসব কাজে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনা গেলে অপরাধীদের তৎপরতা কমবে বলে এলাকাবাসী মনে করেন। সেই সাথে এই মামলায় অভিযুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।