বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি তিন দিনব্যাপী এক বিশেষ গণসংযোগ কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির আওতায় উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বশরীরে প্রতিটি বাড়িতে যাচ্ছেন।
২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে সালাম পৌঁছে দিচ্ছেন। একই সাথে বিএনপি ও ধানের শীষের পক্ষে স্টিকার লাগানো হচ্ছে।
উপজেলার প্রায় ১ লক্ষ ১৫ হাজার বাড়িতে এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই কর্মসূচি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।