নেছারাবাদ উপজেলায় জনতার হাতে ধরা পড়লো ছিচকে চোর কথায় বলে না চোরের ১০ (দশ) দিন মালিকের (১) একদিন।
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
ধর্মীয় প্রতিষ্ঠানের দান বাক্স, অটো ও ইজিবাইক এর ব্যাটারি চুরি এটা নতুন কোন ঘটনা না। আর মামারা ধরাও মাঝে মাঝে খায়। আজ ইলুহার ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে আবার একদল চোর কট খাইলো। চোরের বাড়ি বালিহারী, ডুবি। রাব্বি (১৯) ও রাকিব (১০) মামাকে হালকা উত্তম মাধ্যম দিয়ে এখন জনতা বাজার পরিষদে রাখা হইছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন দরবারের দানবাক্স ভেঙে টাকা পয়সা ও চুরি করে। গাড়ির ব্যাটারি এবং বিভিন্ন ঘরে সিধঁ কেটে চুরির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয় আয়রন ব্রীজের অ্যাঙ্গেলসহ বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। বানারীপাড়া উপজেলার ইলুহারে ২৬ আগষ্ট, মঙ্গলবার দিবাগত রাত ১ টায় চুরি করার সময় পার্শ্ববর্তী স্বরুপকাঠীর উপজেলার বালিহারী এলাকার দুই যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়।