নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬আগস্ট) সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আষীশ কুমার সরকার, মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ, শিক্ষা অফিসার মোঃ শরীফুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রধানগণসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান বিভাগ মোঃ নাজমুল হক জানান, টিকা দানের জন্য ৪৩ হাজার ৩ শত ৪৯ জনকে আগামীতে টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও তিনি নিবন্ধন সম্পর্কে আলোকপাত করেন।