চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা ও মেয়ের মৃ,ত্যু ।
শহিদুল ইসলাম পল্লব চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নেজামপুর, মরাফেলা গ্রামের, মোঃ আলমগীর হোসেন এর বাড়ির আঙিনায়। বিদ্যুৎপৃষ্ঠের ঘটনা না টি ঘটেছে।
ইং ২৭/০৮/২৫ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় ভিকটিম মোসা: হাওয়া বেগম (৪২), স্বামী- মোঃ আলমগীর হোসেন, মেয়ে আয়েশা খাতুন (২১), পিতা- মোঃ আলমগীর হোসেন, থানা – নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, নাচোল থানাধীন নেজামপুর, মরাফেলা গ্রামে, মোঃ আলমগীর হোসেনের নিজ বাড়ির আঙিনায় রাতে অটো চার্জার চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে, আলমগীর হোসেনের ছেলের বউ মোসা: তাজলিমা ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার দিকে ঘুম ভেঙ্গে গেলে বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে আসলে দেখতে পায়। তার শাশুড়ি ও ননদ বিদ্যুৎপৃষ্ট হয়ে অটো চার্জার গাড়ির পাশে পড়ে আছে। ছেলের বউ তাসলিমার আত্মচিৎকারে আলমগীর হোসেন সহ বাড়ির আস পাশের লোকজন ছুটে আসেন।
মা ও মেয়ে কে বিদ্যুৎপৃষ্ট থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।
থানা পুলিশ উপস্থিত আছেন।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।