চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম এর সভাপতিত্বে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।* এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুনতাছির আহমাদ সহ বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল মহানগর, সরকারি বিএম কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।