আগামীকাল ২৭ আগস্ট বুধবার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাছিরাবাদ গ্রামে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সরকারি সফরসূচির তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টায় রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে পৌছাবে।
বুধবার দুপুর ১২টা নাগাদ তিনি মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শনে যাবেন। নদীভাঙনের ভিটেমাটি হারা অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। জানা যায়, তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবস্থা নিবেন।
বিকেল ৩টায় নবীনগরের শ্যামগ্রামে নাসিরাবাদে নিজ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নিজ গ্রাম ত্যাগ করবেন।
স্থানীয়দের মতে, উপদেষ্টা শারমীন এস মুরশিদের বরাবর নদীভাঙনে সর্বস্ব হারানো এলাকাবাসী স্মারকলিপি প্রদান করবেন ।
নবীনগর উপজেলা প্রশাসন “মাননীয় উপদেষ্টাকে বরণ করে নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।”