বাঁশখালীর প্রধান সড়কের উপর নিয়মিত বসছে বাজার, প্রশাসন নির্বিকার!দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রবেশদ্বার পিএবি সড়কের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন অংশে সপ্তাহে তিন দিন নিয়মিত বসছে বাজার। অথচ এ প্রধান সড়কের উপর দিয়ে নিয়মিত বাঁশখালী উপজেলা ছাড়া ও পাশের পেকুয়া উপজেলা, চকরিয়া উপজেলা, কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী উপজেলার বেশির ভাগ যানবাহন এসড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু এ প্রধান সড়কের উপর নিয়মিত বাজার বসার কারণে সৃষ্ট হচ্ছে দীর্ঘ যানজট।ফলে অফিসগামী লোকজন কিংবা স্কুল -কলেজগামী শিক্ষার্থী অথবা মুমূর্ষুরোগীরা যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বাঁশখালী উপজেলার দুই প্রান্তের জনসাধারণ বাজার করতে আসে এ টাইম বাজারে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট,বাঁধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। যাত্রী সাধারণেরা এ অবস্থা থেকে পরিএাণ চায়।