1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত।  মোঃ শাকেরুল ইসলাম জেলা স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলা ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ(VWB) কার্ড বিতরণ, ৭ নং আউলিয়া পুকুর চেয়ারম্যান, আব্দুর রহিম শাহ। বাঞ্ছারামপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত। নান্দাইল পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসককে আবেগঘন বিদায় সংবর্ধনা বগুড়ায় দোকান জবর দখলের প্রতিবাদের সংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম.এ)
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।

ঢাকাস্থ কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সহযোগি সংগঠনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সুপ্রীম কোটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যাংকার সাবেক ছাত্রনেতা মো. জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ৫৩ বছরের বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট রয়েছে কোনোটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমরা এ যাবৎকালেও একটি সুন্দর নির্বাচন পায়নি। এখনও আমাদেরকে স্বাধীন দেশে ৫৩ বছর পরেও নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয় যে; ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচন চায়’। বিপ্লবের পরে আমাদের মাঝে আকংখা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় আমরা মনে করেছিলাম আমাদের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনের ঘটনা থেকে কিছু মানুষের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু দুর্ভাগ্য; আওয়ামী লীগের যেমন মানুষ হত্যা করে কোন অনুসূচনা নাই বলে রাজনীতিতে কথা আছে, আর যারা এতো ধাক্কাধুক্কা পিটুনি খাইয়াও আবারো পুরানো সুরে গান গায় তাদেরও কোনো অনুসূচনা হয়েছে বলে এ জাতি মনে করে না। এ জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে নীতি নৈতিকতার মূল্যবোধে রাষ্ট্রকে দাঁড় করাতে হবে। পাশাপাশি যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নৈতিকতা বোধ সম্পন্ন নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর রাষ্ট্র ক্ষমতায় সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পৌর আমীর মো. আরিফুল কবির ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক।

এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ রিদুয়ান, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, এডভোকেট মুজিবুল হক জামিলসহ ঢাকাস্থ চকরিয়া ও পেকুয়ার জামায়াতে ইসলামীসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট