মোঃ শাকেরুল ইসলাম
জেলা স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও
চোর না শোনে ধর্মের কাহিনী। সাময়িক বিরতির পর আবারো মোটরসাইকেল চুরি। হরিপুর উপজেলার পতনডোবা গ্রামের মোঃ শাহজাহানের ছোট ভাই মোহাম্মদ দুলাল হোসেনের ডিসকভার ১২৫ মোটরসাইকেল টি আজ বিকাল আনুমানিক পাঁচটা ৩০ মিনিটে চুরি হয়। জানা যায়, দুলাল হোসেন পশ্চিম মাঠে / বিলের ( আঞ্চলিক শব্দ কান্দরে) দিকে মোটরসাইকেল নিয়ে ঘাস কাটতে গেলে রাস্তার পাশে মোটরসাইকেলটি লক করে রাখেন এবং তিনি তার কাজে চলে যান কিছুক্ষণ পরে দেখেন তার মোটরসাইকেলটি নেই। সকলেই মনে করেছিল, ” রাজ্জাক তো মরে গেছে, এখন শান্তিতে বসবাস করতে পারবে মানুষ জন। ” রাজ্জাক বাহিনী আবার তৎপর। এখন চোরের সাপোর্টারের অভাব নেই। টাকার বিনিময়ে রাষ্ট্রীয় যন্ত্র যেন বিকল না হয়, সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে।
চোরের পছন্দ ডিস্কোভার ১২৫ মডেল। তাই যারা এই মোটরসাইকেল ব্যবহার করেন একটু দেখে শুনে রাখবেন।