ভূরুঙ্গামারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা।
আব্দুল ওয়াহাব,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতি বাংলাদেশ
আজ ২৫ আগষ্ট রোজ সোমরার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব দীপ জন মিত্র, উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব স্বপন কুমার রায় চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোবাশ্বের আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জনাব মোঃ আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জনাব মোঃ আতিকুর রহমান, ইনস্ট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষকগণের উদেশ্যে বিভিন্ন দিক নিদের্শনা মুলক বক্তব্য রাখেন।
উক্ত মাসিক সমন্বয় সভার আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।