বরিশালে উপকূলীয় অঞ্চলে চারণভূমির সমস্যা সমাধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
মোঃরাইহান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল।
অদ্য ২৫-০৮-২০২৫ ইং তারিখ ১১:০০ ঘটিকা থেকে বরিশাল ক্লাবে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর, বরিশাল- এর আয়োজনে এবং বাংলাদেশ বাফেলো এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ওমর ফারুক এর সভাপতিত্বে *"উপকূলীয় এলাকার মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা এবং সমাধান" শীর্ষক জাতীয় কর্মশালা-২০২৫* চলমান রয়েছে।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আক্তার, গেস্ট অব অনার হিসেবে পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান এবং জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন সহ অন্যান্য সরকারি ও এনজিও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত রয়েছেন। এসময় দেশের উপকূলীয় গৃহপালিত পশুদের চারনভুমি যাতে সুন্দর হয় সেদিকে খেয়ার রেখে কাজ করতে বলা হয়েছে।এছাড়া আরো বলেন চারনভুমির উন্নত প্রজাতির গোথাদ্য নিশ্চিত করতে বিশেষ দৃষ্টি রাখতে বলা হয়েছে