নান্দাইল পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসককে আবেগঘন বিদায় সংবর্ধনা
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:
নান্দাইল পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফয়জুর রহমান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় নান্দাইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় সংবর্ধনাস্থলে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পৌর কর্মকর্তাদের শুভেচ্ছা বার্তাঃ
বিদায় একটি শব্দ মাত্র, কিন্তু এর অন্তরালে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি।
স্যার, আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
আপনার মতো একজন উদার মনের মানুষের বিদায় আমাদের কষ্ট দেয়, তবে আমরা জানি— আপনি যেখানেই থাকবেন, সেখানেই আলো ছড়াবেন।
দোয়া করি, মহান আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত ও সফলতা দান করুন- (আমিন)।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৪ ইং তারিখে তিনি নান্দাইল পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অল্প সময়ের মধ্যেই একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও দক্ষ প্রশাসক হিসেবে পৌরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নেন।
বিদায়ী প্রশাসক ফয়জুর রহমানের নেতৃত্বে নান্দাইল পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পৌরসভার ২নং ওয়ার্ডের ভুঁইয়াপাড়া গ্রামে পৌর কবরস্থান নির্মাণ কার্যক্রম। এ উদ্যোগ নান্দাইল পৌরবাসীর কাছে তাকে আজীবন স্মরণীয় ও সম্মানিত করে রাখবে।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোঃ ফয়জুর রহমান একজন যোগ্য ও সৎ প্রশাসক ছিলেন। তার নিষ্ঠা, সাহসিকতা ও কর্মদক্ষতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তার বিদায়ে আমরা মর্মাহত হলেও তার কর্মের গৌরব আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তাগন বিদায়ী প্রশাসকের সততা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পৌর কর্মকর্তা- কর্মচারীগণ বিদায়ী প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন।