চিরিরবন্দর নান্দেড়াই গ্রামে, ছি,নতা,ই ও প্রাণঘাতী হাম,লা।
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর।
চিরিরবন্দর নান্দেড়াই গহমশাহ পাড়া পার হয়ে বাদল নাপিত পাড়ার কাছে, গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে, এক যুবক জালাল (২৬) বাজার থেকে বাড়ির ফেরার পথে, পথ অবরোধ করে দুর্বৃত্তরা, পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ধোস্তা ধোস্তির একপর্যায়ে হাতে থাকা অস্ত্র দিয়ে জালালের মাথায় ও শরীরে এলোপাথারি কোপ দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত জালালের চিৎকারে এলাকাবাসী, এগিয়ে এসে জালালকে উদ্ধার করে, আশঙ্কা জনক অবস্থায় দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্মরত চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
দিনাজপুর মেডিকেলে জালালের জ্ঞান ফিরলে, কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানায়।