চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রবিউল হক ভূঁইয়া শনিবার (২৩ আগস্ট) ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাগাজীর আনন্দিপুর গ্রামের বাসিন্দা রবিউল হক ভূঁইয়া পুলিশ কোয়ার্টার এলাকার আবুল বশর মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে রামপুর মৌজার ৩৩৬৭নং খতিয়ানভুক্ত সাড়ে আট শতক জমিতে বহুতল ভবন নির্মাণের চুক্তি করেন।
কাজ শুরু হলে তার আপন ভাই আবু সালেহ আহাম্মদ বদরুল আলম মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া বদরুল আলম ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করেন, তবে আদালত তা খারিজ করে দেন। রবিউল হক ভূঁইয়ার দাবি, দীর্ঘ ৯ মাস কাজ বন্ধ থাকায় তার ডেভেলপার কোম্পানি প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে এবং নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বিবাদী আবু সালেহ আহাম্মদ বদরুল আলম বলেন, “চাঁদা দাবি করার বিষয়টি সঠিক নয়। মারধর নয়, লাঠি হাতে নিয়ে ধমকি দিয়েছি কাজ না করতে। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।