কালীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় ও বিতরণ।
মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ৩,৪ নং ওয়ার্ডে,দরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয় ও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজিরহাটে খাদ্য খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৪৫টি পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ১৩৩৫০ কেজি চাল বিক্রয় ও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাকিনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন,মোঃ মিজানুর রহমান মিজান, এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পুরো কর্মসূচি পরিচালনা করেন(ডিলার),মোঃ সুমন মল্লিক।
চাল পেয়ে খুশি হয়েছেন এলাকার অসহায় মানুষজন। এক উপকারভোগী বলেন, “বাজারে চালের দাম আমাদের নাগালের বাইরে। আজ এই কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে চাল পেয়ে পরিবারের খাবারের চিন্তা কিছুটা হলেও কমল।”এ আয়োজন এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দিয়েছে।